প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হ্যাকারদের কবলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেসবুক

ঢাকা

আজ (সোমবার, ১ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ (Bangladesh Power Development Board BPDB) হ্যাক হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হ্যাকার কর্তৃক বর্তমানে পেইজটিতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট প্রদর্শিত হচ্ছে। বিউবো কর্তৃপক্ষ এরই মধ্যে ফেসবুক পেইজটি পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পত্র দেয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

খুব শিগগিরই বিউবো'র ফেইসবুক পেইজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে তারা। সে পর্যন্ত বিউবোর ফেইসবুক পেইজের ফলোয়ারদের ধৈর্যধারণের জন্য অনুরোধ করা হয়েছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর