দেশে এখন
0

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

ইন্টার্নশিপ চালু করলো জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (সোমবার, ১ এপ্রিল) থেকে শুরু হয়ে এটি চলবে ৩০শে জুন পর্যন্ত।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৬ জন নারী ও ৪ জন পুরুষের ইন্টার্নশিপ উদ্বোধন করা হয়। বিভিন্ন ধাপ অতিক্রম করে ১ হাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জন ইন্টার্ন চূড়ান্ত করা হয়।

তিন মাসের ইন্টার্নশিপে জনপ্রশাসন, স্মার্ট বাংলাদেশ, প্রশাসন নিয়ে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ সম্পর্কে সম্যক ধারণা দেয়া হবে।

পর্যায়ক্রমে আরও ইন্টার্ন নেয়া হবে উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, স্নাতক বা স্নাতকোত্তর পাশ করার ২ বছরের মধ্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে হবে।

এসএস