আজ রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চালের মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, জাতভিত্তিক চালের মূল্য নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মৌসুমভিত্তিক উৎপাদন খরচ নির্ধারণে মিলার, পাইকারি এবং খুচরা পর্যায়ের জন্য একটা রূপরেখা তৈরি হয়েছে। পহেলা বৈশাখ থেকে তা কার্যকর হবে।
কেজিপ্রতি চালের দাম হলো-
বাজার নিয়ন্ত্রণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চালের দাম গেল এক বছরে ২৫ শতাংশ বাড়লেও আমাদের লোকাল বাজারে চার শতাংশের বেশি বাড়েনি।’