দেশে এখন
বাজার

সিলেটে জমজমাট প্রসাধনীর বাজার

ঈদ সামনে রেখে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জামা-কাপড়, জুতা ও হালের ফ্যাশনের সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠছে সিলেটের প্রসাধনীর বাজার। মেহেদী, রূপচর্চার আদি প্রসাধনী উপটানসহ চাহিদা বেড়েছে দেশিয় কসমেটিকসের।

উৎসবে নারীদের জন্য পোশাকের পর প্রয়োজনীয় সামগ্রী কসমেটিকস। তাইতো ঈদ বাজারের তালিকায় ক্রেতাদের উল্লেখযোগ্য একটি অংশ ব্যয় হয় প্রসাধনী সামগ্রী কিনতে।

দেশি পণ্যেই ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানালেন বিক্রেতারা। ঈদ সামনে রেখে সিলেট নগরীর লালদিঘিরপাড় এলাকায় দেশিয় প্রসাধনী সামগ্রী দিয়ে পাইকারি দোকানগুলো সাজিয়েছেন ব্যবসায়ীরা। মূলত মেহেদি, উপটান, স্ক্রাব, ফেসওয়াশ, ফেসপ্যাকসহ ১২৫টি পণ্যেরও বেশি সামগ্রী পাওয়া যাচ্ছে।

তবে অভিজাত শপিংমলের ক্রেতাদের চাহিদা আবার ভিন্ন। উচ্চবিত্তদের আগ্রহ বিদেশি প্রসাধনীর দিকে। আবার নকল ঠেকানো গেলে দেশে তৈরি পণ্যে ব্যবহারে ঝুঁকবেন বলে জানান তারা।

ক্রেতারা বলেন, যেকোন জিনিস কেনার আগে তার রিভিউ দেখে নেই। যেটার রেজাল্ট ভালো সেটাই আমরা কিনি।

নগরীতে ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে। যেখানে ঈদ মৌসুমে প্রায় শত কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর