বিদেশে এখন

রাখাইন রাজ্যে বেড়েছে আরাকান আর্মির প্রভাব

রাখাইন রাজ্যে জান্তা সরকারের আধিপত্য কমছে, বাড়ছে আরাকান আর্মির প্রভাব।

এই অঞ্চলের আন শহর যেখানে মিয়ানমারের সেনা সরকারের আধিপত্য চলেছে সেখানে শক্তিশালী অবস্থান নিয়েছে আরাকান আর্মি।

এই আন শহর রাখাইন রাজ্যকে মাগওয়ের সঙ্গে যুক্ত করে। আরাকান আর্মি জানায়, আন শহরের একটি গ্রামে জান্তা সেনাদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়েছে। যেখানে জান্তা সেনাদের ক্ষয়ক্ষতি বেশি। জব্দ করা হয়েছে সামরিক সরঞ্জামও।

সামরিক বিশ্লেষকরা বলছেন, কোনভাবে আন শহরের দখল আরাকান আর্মির কাছে চলে গেলে পুরো রাখাইন রাজ্যে জান্তা সরকার কোণঠাসা হয়ে পড়বে।

এদিকে কারেন রাজ্যের পাপুন শহরে ৫৪ সেনাসহ আরও অনেক ঘাঁটির দখল হারিয়েছে জান্তা সরকার। বিদ্রোহীদের সঙ্গে সংঘাত চলছে কারেন, কাচিন রাজ্য, মাগওয়ে, সাগাইং আর মান্দালয় অঞ্চলে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর