এশিয়া
বিদেশে এখন
0

জান্তার ৩৩ সেনা ও পুলিশ সদস্যের আত্নসমর্পণ

কারেন প্রদেশে ৯০ শতাংশ বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের কারেন প্রদেশে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে জান্তা বাহিনীর কমপক্ষে ৩৩ সেনা ও পুলিশ এবং তাদের পরিবারের ১৭ সদস্য। সংঘর্ষে প্রাণ গেছে দুই সেনার।

সোমবার (২৫ মার্চ) কারেন ও মোন প্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে বিদ্রোহীদের সংঘবদ্ধ আক্রমণের মুখে হার মানে সেনারা। এসময় সেনাবাহিনীর অস্ত্র আর গোলাবারুদও জব্দ করে বিদ্রোহীরা। আত্মসমর্পণ করা বন্দি সেনাদের মিয়ানমারের বেসামরিক ছায়া সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে কাচিন প্রদেশে সেনাবাহিনীর আরও তিনটি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। ৭ মার্চ থেকে সেনাবাহিনীর ৪০টির বেশি নিরাপত্তা চৌকি ও কমপক্ষে সাতটি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে কাচিন বিদ্রোহী ও সহযোগী সংগঠনগুলো।

অন্যদিকে থাইল্যান্ডের সীমান্তবর্তী কারেনি প্রদেশেও সীমান্তের শেষ প্রান্তে কোণঠাসা জান্তা সেনারা। প্রদেশটির ৯০ শতাংশ এখন বিদ্রোহীদের দখলে।