ঢাকায় অবস্থিত রাশিয়া দূতাবাস গতকাল (মঙ্গলবার, ২৬ মার্চ) তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।
অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন লেখেন, 'রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আপনার দেশের জাতীয় ছুটির দিন স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।'
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার নিন্দা জানায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দেশটি গণহত্যা বন্ধ করার জন্য পাকিস্তান সরকারকে আহ্বানও জানায়। যুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের বিস্তৃত সামরিক ও আর্থিক সহায়তা দেয়।
রুশ প্রেসিডেন্ট বলেন, 'রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় গড়ে উঠেছে। পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের জনগণের স্বার্থ উন্নয়ন এবং শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় আরও অবদান রাখতে পারব।'
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের সব নাগরিকের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যও কামনা করেন এই রাজনীতিক।