দেশে এখন
বাজার

বগুড়ায় প্রসাধনী দোকানে ক্রেতার ভিড়

মঙ্গলবার (২৬ মার্চ) ঈদ ঘিরে বগুড়ায় পোশাক ও জুতার পাশাপাশি নিজেকে সাজিয়ে নিতে প্রসাধনীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। দেশিয় পণ্যের চাহিদা বেড়েছে দোকানগুলোতে। যার মধ্যে মমতাজ মেহেদী এবং ফেসওয়াস রয়েছে ক্রেতা চাহিদার শীর্ষে।

বগুড়ায় প্রসাধনী পণ্যের কেনাকাটায় বেছে নেওয়া হয় শহরের নিউ মার্কেট এবং ফতেহ আলী বাজারের চুরি পট্টিকে। বিদেশি প্রসাধনীর দাম বেশি হওয়ায় এখানে আসা বেশির ভাগ ক্রেতাই চান সাধ্যের মধ্যে দেশিয় পণ্য কিনতে।

ক্রেতারা বলেন, কসমেটিকস এবং মেহেদী কিনেছি। স্কিন কেয়ার প্রোডাক্টের পাশাপাশি নতুন নতুন যেসব আইটেম আছে সেগুলোও কিনবো।

রোজার শুরুতে তেমন বেচাকেনা না হলেও ১৫ রোজার পর থেকে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের । বিদেশি পণ্যের সাথে দেশিয় অনেক পণ্য রয়েছে দোকানগুলোতে।

ব্যবসায়ীরা বলেন, মমতাজের ম্যাসাজ ক্রিম, টিল, ইস্কাপ ও মেহেদী ভালোই চলে। আর ঈদ সামনে তাই মেহাদীটা বেশি নিচ্ছে।

মমতাজ হার্বালের একশো'র বেশি প্রসাধনী পাওয়া যাচ্ছে বগুড়ার ১২ উপজেলায় দোকানগুলোতে । সঠিক মান নিয়ন্ত্রণ করে ক্রেতার চাহিদামত পণ্য সরবরাহে মমতাজ বদ্ধ পরিকর বলে জানান মমতাজ হার্বাল প্রোডাক্টসের টেরিটরি অফিসার ফজলুল হক। তিনি বলেন, 'মমতাজের ১০০টা পণ্যের মধ্যে ৮০টার অধিক পণ্যই বাজারে সরবরাহ করা আছে।'

বগুড়ায় প্রতিমাসে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ১০ লাখ টাকা বেচাকেনা করলেও এ মাসে ২০ লাখ টাকা বেচাকেনা হবে বলে আশা বিক্রয় প্রতিনিধিদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর