স্কোর বোর্ডে কোন রান না তুলতেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওয়ান ডাউনে নামা শান্ত ফেরেন মাত্র ৬ রানে আর জাকির হাসান করেন ১৯ রান।
এরপর শাহাদত ও লিটন নিজেদের উইকেট বিলিয়ে আসেন শূন্য রানে। দিন শেষে তাইজুলকে নিয়ে ৭ রানে অপরাজিত আছেন মুমিনুল।
এর আগে সকালের ভালো শুরুর পর তা ধরে রাখতে পারেনি টাইগার বোলাররা।
প্রথম ইনিংসের মত এবারও লঙ্কানদের হয়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া এই দু'জন দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ব্যাটে ভর করেই বিশাল পুঁজি পায় শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিরাজ।