ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পছন্দের পোশাকের খোঁজে মার্কেট ও বিপণিবিতানে মানুষের ভিড়। বিভিন্ন বিপণিবিতানে ঘুরে ঘুরে কিনছেন নতুন পোশাক।
চাহিদা মেটাতে নানা ফ্যাশন ও ডিজাইনের পোশাকে সেজেছে কান্ট্রি বয়সহ বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউস। ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের কান্ট্রি বয় ফ্যাশন হাউস ক্রেতার পছন্দের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। যেখানে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সীর জন্য আরামদায়ক পোশাক রয়েছে। আবার শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবির চাহিদাও বেশ।
কান্ট্রি বয় লাইফস্টাইলের বিক্রয় কর্মী বলেন, ‘আমাদের এবার কালেকশন অনেক ভালো। কাস্টমারের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইন আনা হচ্ছে।’
আরেকজন বলেন, ‘আমাদের কোয়িলিটি অন্য ব্র্যান্ড থেকে অনেক ভালো এবং দামও কম।’
কান্ট্রি বয় শোরুমের দ্বিতীয় ফ্লোরে শিশুদের পাশাপাশি রয়েছে মেয়েদের ওয়ান পিস, টু-পিস, থ্রি-পিস, টপস, গাউন, পার্টি ড্রেস, লং ড্রেসসহ হরেকরকম পোশাক। শিশুদের পোশাকেও বৈচিত্র্য রয়েছে। মেয়ে শিশুদের গর্জিয়াস পার্টি ড্রেস এবং ছেলে শিশুদের শার্ট-গেঞ্জি ও পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি।
ক্রেতারা বলেন, ‘তাদের শার্টের কোয়ালিটি অনুযায়ী দাম কমই মনে হয়েছে। শার্টগুলো খুবই আরামদায়ক।’
আরেকজন ক্রেতা বলেন, ‘পোশাকের মান খুব ভালো এবং কেনাকাটার পরিবেশ আরও ভালো।’
চাহিদামতো কোয়ালিটি পোশাক পাওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে কান্ট্রি বয়। ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে কান্ট্রি বয় শো-রুমে। পোশাকের দাম, মান ও ডিজাইন নিয়ে সন্তুষ্ট ক্রেতারা।
এবার ঈদ যেন আরামদায়ক হয় সে দিকটি বিবেচনায় নিয়েই পোশাক তৈরি করা হয়েছে। এখানকার পোশাকে সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিতের পাশাপাশি দামও সহনীয় পর্যায়ে বলে জানান ব্রাঞ্চ ম্যানেজার। ক্রেতাদের জন্য অফার রয়েছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ কান্ট্রি বয় লাইফ স্টাইলের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল কায়েস বলেন, ‘গতবারের চেয়ে এবার বিক্রি বেশি। কাস্টমার অনেক আসছে। আশা করছি, রোজার শেষের দিকে বিক্রি আরও ভালো হবে। আমাদের এখন অফার চলছে ব্র্যাক ব্যাংকের কার্ডে পেমেন্ট করলে ১০ শতাংশ ছাড় রয়েছে।’
কান্ট্রি বয়ে পোশাকের পাশাপাশি চামড়ার তৈরি বেল্ট, পার্স, লেডিস হ্যান্ড পার্স, ভেনিটি ব্যাগ, টাই, ওয়ালেটসহ অন্যান্য পণ্যের চাহিদাও রয়েছে বেশ।