বগুড়ায় আগুনে পুড়ল রমজানের খেজুরসহ কোটি টাকার ফল

0

বগুড়া শহরের বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটে আকস্মিক অগ্নিকান্ডে নগদ টাকাসহ অন্তত এক কোটি টাকার ফলমূল পুড়ে গেছে।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে হঠাৎ করে একসাথে দশটি ফলের দোকানে আগুন ধরে। পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা নগদ টাকা, খেজুর, কমলা, আপেল, মাল্টাসহ বিভিন্ন ফল।

পুড়ে যাওয়া দোকানের ভেতর কয়লার ওপর বসে ফল ব্যবসায়ী সাগর শেখ বলছিলেন, তিনি রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। ঘণ্টা খানেক পর আগুনের খবর পান। তিনি আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। রমজান উপলক্ষে কেনা কয়েক লাখ টাকার খেজুর, অন্যান্য ফলের সাথে দোকানে রাখা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ তার ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

|undefined

আগুনে পুড়ে যওয়া ফলের দোকান। ছবি: এখন টিভি

পাশের দোকানের ফল ব্যবসায়ী মতিউর রহমান বলেন, তারও নগদ প্রায় ৪ লাখ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফল মার্কেটে পাশাপাশি অবস্থিত এমন ১০ টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে সবগুলো দোকান মিলে ব্যবসায়ীদের ক্ষতি ১ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বৈদুতিক শট সার্কিট না কি অন্য কোনো উৎস থেকে অগ্নিকান্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

এসএস