ছাড়
বাজার
0

ওয়ালটন শোরুমে এক্সচেঞ্জ অফার

গ্রীষ্মকাল শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তবে ইতোমধ্যে নগরবাসীর মধ্যে এসি ও ফ্রিজ কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। ঈদ সামনে রেখে ইলেকট্রনিক্স পণ্যে কোম্পানিগুলো বিশেষ ছাড় দিচ্ছে। তাই সুলভে সুবিধাজনক পণ্য কিনতে আসছেন ক্রেতারা।

সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে এবার গ্রীষ্মের জন্য ইলেকট্রনিক্স পণ্য এনেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সঙ্গে সার্ভিস সুবিধাসহ বিশেষ ছাড়ও দিচ্ছে। ফলে অনেকেই এবার গ্রীষ্মের ইলেকট্রনিক্স পণ্য কিনতে আসছেন ওয়ালটনের আউটলেটে।

এক ক্রেতা বলেন, ‘ওয়ালটনের পোডাক্ট আগে কখনো কেনা হয়নি। সবসময় সবার কাছে শুনি, এর কোয়ালিটি ভালো। আনেক বছরের ওয়ারেন্টি অছে। তাই এই শোরুমে দেখতে আসা।’

আরেকজন বলেন, ‘ওয়ালটনের পোডাক্ট  আমার কাছে ভালো লাগে। তাদের ডিজাইন থেকে শুরু করে সার্ভিস সবই ভালো লাগে।’

তবে শুধু গ্রীষ্মের পণ্যই নয় ঈদ সামনে রেখে বিভিন্ন গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য কিনতেও ক্রেতারা ওয়ালটনের আউটলেটে ভিড় করছেন। এবার ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে মাইক্রোয়েভ ওভেন, ফ্যান, ব্লেন্ডার, টিভি, রাইস কুকার, ওয়াশিং মেশিন, প্রেসার কুকারের ডিজাইন এবং সার্ভিসে নতুনত্ব এনেছে কোম্পানিটি। 

ওয়ালটন শোরুমের এক কর্মকর্তা বলেন, ‘টিভিতে আমাদের দুইটা ছাড় চলছে। একটা চলছে এক্সচেন্জ অফার আরেকটা টিভি হট সেল অফার। বিশাল বড় ছাড়, কেউ যদি টিভি কিনতে চায় তাহলে হট সেল অফারে কিনতে পারবেন।’

আরেকজন বলেন, ‘আমাদের ৬৪টি জেলায় ৭০ এর বেশি সার্ভিস সেন্টার রয়েছে। যেখানে ২৪ ঘণ্টা সার্ভিস দেওয়া হয়। আমাদের প্রোডাক্টের গুণগত মান  ভালো হ ওয়ায় মানুষের আস্থা বাড়ছে।

এবার বিভিন্ন ছাড়ের সঙ্গে ওয়ালটনে চলছে ননস্টপ মিলিয়নিয়ার অফার। এছাড়া ওয়ালটন টিভি এবং ফ্রিজে এক্সচেঞ্জ অফার রয়েছে।

ইএ