ফুটবল
এখন মাঠে

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামবে বাংলাদেশ-ফিলিস্তিন

ফিলিস্তিনের বেশিরভাগ ফুটবলার ৬ ফুটের বেশি লম্বা। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। এমনটাই জানালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ কোচ বলছেন, বিশ্বকাপ প্রাক বাছাইয়ে শক্তিশালী দলটির বিপক্ষে ইতিবাচক ফলাফলের জন্য লড়াই করবে বাংলাদেশ। দু'দলের ম্যাচ শুরু আজ রাত সাড়ে ১২ টায়।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনের কোনো কমতি রাখেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সৌদিতে সেরেছে দুই সপ্তাহের ক্যাম্প। তারপর কুয়েতে গিয়েও কঠোর অনুশীলন করেছেন জামাল-তপুরা।

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, প্রতিপক্ষের ফুটবলারদের ফিটনেস নিয়ে সতর্ক থাকবে তার দল।

তিনি বলেন, 'ওরা অনেক শক্তিশালী, অনেক পাওয়ার ফুল, সেজন্য আমাদের কষ্ট করে জিততে হবে। ওদের শতকরা ৯৫ শতাংশ খেলোয়াড় ছয় ফুটের উপরে লম্বা। আমাদের খুব সতর্ক থেকে খেলতে হবে।'

সম্প্রতি প্রতিযোগিতামূলক ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফল পেয়েছে ফিলিস্তিন। তাছাড়া শক্তির বিবেচনায়ও বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তারপরও নিজেদের নিয়ে আশাবাদী জামাল ভূঁইয়া। বলেন, 'অনেক অনুমীলন করেছি, সবকিছু পজেটিভ আছে। অনেক লম্বা ক্যাম্প করেছি আমরা।'

ম্যাচে ফিলিস্তিনকে ফেভারিট মানছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। কিন্তু ফলাফল নিজেদের পক্ষে আনতে শিষ্যরা সেরা খেলাটাই উপহার দেবে বলে আশা তার।

ক্যাবরেরা বলেন, 'আজকের ম্যচে ইতিবাচক ফলাফল পেতে লড়াই করতে প্রস্তুত আমাদের দল। ফিলিস্তিন অনেক শক্তিশালী দল। সবশেষ এশিয়ান কাপে তারা সেটা প্রমাণ করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে, ১-০ গোলে হারালেও অস্ট্রেলিয়ার সাথে ওরা লড়াই করেছে।'

ম্যাচটিতে বাংলাদেশ জিততে পারলে পয়েন্ট টেবিলে ফিলিস্তিনের চেয়ে এগিয়ে যাবে। কারণ এ মুহুর্তে বাংলাদেশ-ফিলিস্তিন দুই দলের পয়েন্টই সমান।

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচে কারা জিতবে? শক্তিশালী ফিলিস্তিন নাকি আত্মবিশ্বাসী বাংলাদেশ, সেটাই দেখার অপেক্ষা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর