দেশে এখন
0

আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

আজ রোববার (১৭ মার্চ), স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। প্রতি বছর এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৯২০ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবছর দিবসটির প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’

সারাদেশে প্রতি বছরের মতো এবারো শিশুদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দিনটিতে সাধারণ ছুটির পাশাপাশি এর তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।

বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস উদযাপন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন শুরু হয়।

পরবর্তীতে এ দিনকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অবশ্য ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর তৎকালীন বিএনপি সরকার জাতীয় শিশু দিবস উদযাপন এবং সরকারি ছুটি বাতিল করে। ফলে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দিবসটি আর রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। পরে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আবারো প্রতি বছর জাতীয় পর্যায়ে বড় আয়োজনের মাধ্যমেই ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে আসছে।