অপরাধ ও আদালত
দেশে এখন
0

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়া প্রাণী উদ্ধার করা যাবে না: হাইকোর্ট

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়া কোনো প্রতিষ্ঠান প্রাণী উদ্ধারের কাজ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত 'রবিনহুড-দ্য অ্যানিমেল রেসকিউয়ার’ এর স্বেচ্ছাসেবক আতিফ ইসলামকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়েও হাইকোর্ট রুল জারি করেছে।

হাইকোর্টের রুলে আরও বলা হয়েছে, রবিনহুড নামের এই প্রাণী রক্ষা সংগঠন কোন কাজ করতে পারবে না। একইসঙ্গে যাদের লাইসেন্স নেই তারা প্রাণী রক্ষা নিয়ে কোনো কাজ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য কেরানীগঞ্জে ২০২৩ সালে একটি টিয়া পাখিকে বাঁচাতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হোন স্বেচ্ছাসেবক আতিফ ইসলাম। পরে ২১ ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।