দেশে এখন
0

রোজা আগেই শুরু ঈদের কেনাকাটা

রোজার আগেই রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ছুটির দিনে বিভিন্ন শপিংমলে ভিড় করেন ক্রেতারা। ঈদের ভিড় এড়াতেই আগেভাগে কেনাকাটা সারছেন বলে জানান তারা।

রোজার বাকি আরও কয়েকদিন। তবে এখনই ঈদের কেনাকাটায় নেমে পড়েছেন অনেক রাজধানীবাসী।

রনি আহমেদ নামে একজন স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের শপিং করতে এসেছেন রাজধানীর নিউমার্কেটে। ব্যস্ততার কারণে যাতে পরবর্তীতে হিমশিম খেতে না হয় তাই আগেভাগে সারছেন কেনাকাটা।

বলেন, 'যানজট পেরিয়ে আবার আসবোনা, তাই ভাবলাম কিনে নিয়ে যাই। আজ যেহেতু ছুটির দিন। দাম আগের মতোই আছে, বেশি না।'

শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের আনাগোনা দেখা যায়। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

ক্রেতারা বলেন, 'ঈদের কেনাকাটা করতেই হবে। রমজানে রোজা রেখে ভিড় ঠেলে বাজারে আসতে কষ্ট হবে। তাই একটু আগে কেনাকাটা করাই ভালো।'

গতবছরের তুলনায় সবকিছুর খরচ বাড়ায় পোশাকের দামও কিছুটা বেড়েছে দাবি করে বিক্রেতারা বলেন, 'রোজার আগেই শুরু হয়েছে ঈদের কেনাকাটা।'

মূল্যস্ফীতির বাজারে সামর্থ্যের মধ্যে কেনাকাটা সারতে অনেকে মার্কেটের পাশাপাশি ফুটপাতকেও বেছে নিচ্ছেন।