এশিয়া
বিদেশে এখন
0

কাশ্মির সফরে নরেন্দ্র মোদি, সমাবেশের পর শোভাযাত্রা

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের ৫ বছর পর এই প্রথম রাজ্যটির রাজধানী শ্রীনগর গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৭ মার্চ) শ্রীনগরে সমাবেশ মোদি বক্তব্য রাখার পর শোভাযাত্রা করবে বিজেপি। আর এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে থাকছেন নরেন্দ্র মোদি।

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পর যে সংবিধান গ্রহণ করেছিল ভারত, সেখানে '৩৭০ নম্বর ধারা' নামের একটি ধারা যুক্ত ছিল। সেই ধারা অনুযায়ী, জম্মু-কাশ্মির-লাদাখের নিজেদের সংবিধান ও আলাদা পতাকার অধিকার দেয়া হয়েছিল।

সেই সঙ্গে বলা হয়েছিল, কেবল এ রাজ্যের বাসিন্দা বা বংশোদ্ভূতরাই জম্মু-কাশ্মির-লাদাখে জমি কিনতে পারবেন।

২০১৯ সালের ৫ আগস্ট এক পার্লামেন্ট ভোটে ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু-কাশ্মির ও লাদাখকে পৃথক করে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। সংবিধানের এই পরিবর্তনের জেরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে।

এ কারণে দীর্ঘদিন কার্যত 'প্রশাসনিক লকডাউনে' ছিল জম্মু-কাশ্মির।

এসএস