আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

'গার্মেন্টস খাত দেশের অর্থনীতির লাইফলাইন'

বাংলাদেশের রপ্তানি আয়ের মূল উৎস তৈরি পোশাক খাত। পোশাক রপ্তানিতে যার অবস্থান বিশ্বে দ্বিতীয়। এ শিল্পের সাথে জড়িত গুরুত্বপূর্ণ উপাদান সুতা, ফেব্রিক, ট্রিমসসহ নানা উপকরণ।

পোশাক সংশ্লিষ্ট সব ধরনের উপকরণ নিয়ে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো এবং ইন্টারন্যাশনাল ডেনিম শো। যেখানে বিভিন্ন দেশের পোশাক সংশ্লিষ্ট নানা পণ্য সম্পর্কে ধারণা নিচ্ছেন খাত সংশ্লিষ্টরা।

চারদিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী যেন ক্রেতা ও সরবরাহকারীদের জন্য অনন্য এক প্ল্যাটফর্ম। যেখান থেকে সরাসরি ব্যবসার প্রসার ঘটানোর সুযোগ পাচ্ছেন দেশি-বিদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা।

প্রদর্শনীর উদ্বোধনী দিনে টেক্সটাইল শিল্পের অগ্রগতি, পোশাক রপ্তানি বৃদ্ধিতে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।

আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, 'গার্মেন্টস খাত দেশের অর্থনীতির লাইফলাইন। এই খাতকে সুসংহত করতে নানা পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক মানের এ প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে।'

বাংলাদেশ এ মুহূর্তে বিনিয়োগের উর্বর ভূমি। নানা চ্যালেঞ্জ সত্বেও পোশাক খাতসহ সব ধরনের শিল্প খাতে বৈদেশিক বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

বিজনেস টু বিজনেস প্রদর্শনীর মাধ্যমে চীনা টেক্সটাইলের সঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পের ব্যবসায়ীদের সহযোগিতা ও পেশাদারিত্ব সুসংহত হবে বলে আশাবাদী এ খাতের ব্যবসায়ীরা।

প্রদর্শনীতে ১৫টিরও অধিক দেশের প্রায় ৪০০ এর বেশি কোম্পানি অংশ নিয়েছে। যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এভিএস