অনলাইনে ডিপিএলের দলবদল করলেন সাকিব

0

বিপিএলের মাঝেই ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল করলেন সাকিব আল হাসান। আসন্ন মৌসুমে বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনলাইনের মাধ্যমে ক্লাবটির হয়ে রেজিস্ট্রেশন করেছেন তিনি। এর আগে ২০২০ সালে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। তবে ক্লাবটি তেমন সার্ভিস পায়নি তার কাছ থেকে।

সবশেষ মৌসুমে মতিঝিল পাড়ার এ ক্লাবের হয়ে মাঠে নেমেছেন মাত্র চার ম্যাচে। আর দ্বিতীয় মৌসুমে মোহামেডান সুপার সিক্সে না উঠায় তিনি খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।


এসএস