অন্য সব খেলা
এখন মাঠে
0

প্যারিস অলিম্পিক্সে নতুনত্বের ছোঁয়া

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ, প্যারিস অলিম্পিক্সের জন্য তৈরি হয়েছে নতুন স্টেডিয়াম অ্যাডিডাস এরিনা। রিসাইক্লেনিংয়ের মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে ১১ হাজার বসার আসন। সেগুলোর অধিকাংশই বসবে নয় হাজার ধারণকৃত নতুন স্টেডিয়ামটিতে।

অলিম্পিক্স আসর মানেই চোখ ধাঁধানো সব পারফরম্যান্সের সঙ্গে নতুনত্বের ছড়াছড়ি। এবারও বিশ্বের ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন আরও একটি আসর উন্মোচনের অপেক্ষা। ফ্রান্সের রাজধানী প্যারিস নিজেদের তৃতীয়বারের আয়োজনে আসরকে ব্যতিক্রম করতে অনেক উদ্যোগই নিয়েছে। যারমধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্য বিবেচনায় আমিষের পরিমাণ কমিয়ে নিরামিষের দিকে মনোযোগ দেয়া ছিল অন্যতম।

এবার আসরে ফুটপ্রিন্টের পরিমাণ কমাতে এগারো হাজার আসন বানানো হয়েছে ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং করে। যা দর্শকদের বসার জন্য ব্যবহৃত হবে অলিম্পিক্সের নবনির্মিত অ্যাডিডাস এরিনাসহ আরও একটি ভেন্যুতে।

২০১৮ সালে তৈরি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলো 'লে পাভে'। প্যারিস শহরের ঠিক উত্তরে তাদের কারখানায় ব্যবহৃত ১০০ টন প্লাস্টিক থেকে আসনগুলো বানানো হয়েছে।

অ্যাডিডাস এরিনাতে বসে ব্যাডমিন্টন, জিমন্যাস্টিকস এবং সাঁতারুদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপভোগ করতে পারবেন দর্শকরা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর