চরম আঞ্চলিক সংকটের মধ্যেই আবুজার সম্মেলনে শনিবার এই সিদ্ধান্ত আসে। ইকোয়াস প্রেসিডেন্ট জানান, সম্পূর্ণ মানবিক কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।
সেনাশাসিত নাইজার, মালি ও বুরকিনা ফাসোকে জোটে ফেরার শর্ত পূরণের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়। সেনা অভ্যুত্থান ও অরাজকতার জেরে দেশ তিনটির সদস্যপদ স্থগিত করে ইকোয়াস।