প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

গুগল প্লে স্টোরে’র বিপদজনক সব অ্যাপ

হ্যাকারদের উপদ্রবে নিজের প্রয়োজনীয় স্মার্টফোনটি সুরক্ষিত রাখা এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ইউজাররা যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন, তার জন্য সদা সচেষ্ট গুগল। আর তাই এবার ক্ষতিকর কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলা হল গুগল প্লে স্টোর থেকে।

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করা হয়। কোনকিছু জানার ইচ্ছে হলেই কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নেয়া যায়। গুগলের প্লে স্টোর থেকে যখন খুশি প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করাও যায়।

তবে গুগল প্লে স্টোরে প্রয়োজনীয় অ্যাপ রূপে লুকিয়ে থাকে অনেক নকল ও বিপজ্জনক অ্যাপ। যা ব্যবহারকারীদের ফোনের তথ্য চুরি করে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে আবার কখনো সরাসরি ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এসব কারণে গুগল মাঝে মাঝে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সরিয়ে দেয়। সম্প্রতি বেশকিছু অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে মুছে দিয়েছে গুগল। বন্ধ হয়ে গিয়েছে অ্যান্ড্রয়েডের কিছু পরিষেবাও। যেমন- মাইক্রোসফ‌ট সারফেস প্লাস প্রোগ্রাম। বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, এই অ্যাপ্লিকেশনগুলো বেশ বিপজ্জনক।

কিন্তু ফোনে ডাউনলোড করা সেসব অ্যাপ থেকে যায়। মূলত যেসব ভুয়া অ্যাপ নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করে সেই অ্যাপগুলোকেই গুগল ব্যবহারকারীদের সুরক্ষায় প্লে স্টোর থেকে মুছে ফেলে।

সম্প্রতি নতুন করে ১৮টি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। সে অ্যাপগুলো হলো- এএ ক্রেডিট, লাভ ক্রাশ, ফোরএস ক্যাশ, গুয়াবাক্যাশ, ফ্লাশলোন, ইজি ক্রেডিট, ডিনার, ক্রেডিবাস, লোনস ক্রেডিট, গো ক্রেডিট, ক্রেডিট লোনস-ইউমিক্যাশ, ইনস্টা লোন, লার্জ ওয়ালেট, ফাস্ট ক্রেডিট, ফিনিউপ লেন্ডিং, ট্রু নারিয়া ও ইজিক্যাশ।

এসব মোবাইল অ্যাপে স্প্যাইলোন ম্যালওয়্যার পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের সব ডাটা চুরি করছিল। এসব অ্যাপ প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড করা হয়েছে। এর আগেও ভ্লগ স্টার ভিডিও এডিটর, ক্রিয়েটিভ থ্রিডি লাউন্সার, ফানি ক্যামেরা, ওয়াও বিউটি ক্যামেরা, জিআইএফ ইমোজি কিবোর্ড, রেজার কিবোর্ড অ্যান্ড থিম, ফ্রিগ্লো ক্যামেরা এবং কোকো ক্যামেরা ভি১.১ নামে অ্যাপগুলো বন্ধ করে দিয়েছিল গুগল।   

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর