দেশে এখন
0

খৎনায় শিশু আহনাফের মৃত্যুর ঘটনায় দুইজন গ্রেপ্তার

শিশু আয়ানের মৃত্যুর দুই মাসও পার না হতেই ফের সুন্নতে খৎনা করাতে গিয়ে মারা গেল ১০ বছরের শিশু আহনাফ। ঢাকার মালিবাগে এ ঘটনা। পূর্ণাঙ্গ চেতনানাশক দেয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এই ঘটনা ঘটে। আয়হামের বাবার অভিযোগ লোকাল অ্যানেস্থেসিয়া দেয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেয়ার পর আহনাফের আর জ্ঞান ফেরেনি।

তিনি জানান, আয়হামকে ২০ থেকে ২৫ মিনিটের কথা বলে অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরে দুই ঘণ্টার বেশি সময় পার হলে ভেতরে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু তাদের ভেতরে প্রবেশে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক পরে আয়হামের মৃত্যুর খবর জানায় প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় তাৎক্ষণিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও যিনি অ্যানেস্থেসিয়া দিয়েছেন তাদের গ্রেফতার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন বলেন, 'এনেস্থেসিয়া ডাক্তারসহ আমরা দুইজনকে আটক করেছি। আর সার্জন ঘটনা আঁচ করতে পেরে পালিয়ে গেছেন। তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে।'

শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে বলে জানান অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। বলেন, 'যদি কোন গাফিলতি থাকে তাহলে আমাদের বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো।'

জানা গেছে হাসপাতালের পরিচালক ডাক্তার মোক্তাদিরের সন্তানের সঙ্গে একই স্কুলে পড়তো শিশু আয়হাম। এই পরিচয়ের সূত্রেই আয়হামকে জেএস ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় তার পরিবার। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।