বিদেশে এখন
0

নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্কের নাম প্রস্তাব

২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। মঙ্গলবার তার নাম প্রস্তাব করেন নরওয়ের এক পার্লামেন্ট সদস্য।

জানা যায়, টুইটার কিনে নেয়ার মাধ্যমে বাকস্বাধীনতা রক্ষা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে স্টারলিংক সেবা দেয়ার স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেলে নাম প্রস্তাব করা হয় ইলন মাস্কের।

২০২২ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন ইলন মাস্ক। পরে এক্স নামে এর রিব্র্যান্ড করেন, বিপুলসংখ্যক কর্মীছাঁটাই করেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নিষিদ্ধ অনেক অ্যাকাউন্ট পুনরায় চালু করেন।

পরিবেশবান্ধব অভিজাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক হিসেবে সুপরিচিত ব্যবসায়ী মাস্কের মালিকানাধীন স্পেসএক্স নতুন মাত্রা যোগ করেছে মহাকাশবিজ্ঞানেও।

স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংক ব্যবহারের মাধ্যমে রুশবিরোধী যুদ্ধে সমন্বয় করছে ইউক্রেন।

আগামী অক্টোবরে ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম। চলতি বছর মনোনীতদের তালিকায় আছেন ট্রাম্প, উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, পোপ ফ্রান্সিস, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ অনেকে।

ইএ