দেশে এখন
0

৪০ বছরে মা এন্টারপ্রাইজ: দৃপ্ত পথচলার অঙ্গীকার

হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সঙ্গে ৪০ বছরে পদার্পণ করেছে দেশের অটোমোবাইল জগতের অন্যতম জনপ্রিয় বেসরকারি গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান ‘মা এন্টারপ্রাইজ’।

তিলোত্তমা রাজধানীর পর্যটনস্থল হাতিরঝিলে অবস্থিত প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ কার্যালয়ে ঘরোয়া আয়োজনে ১৫ ফেব্রুয়ারি কেক কেটে বর্ষপূর্তির শুভক্ষণ উদযাপন শুরু করে মা এন্টারপ্রাইজ পরিবার। দিনটি উপলক্ষে এর তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর ডিসপ্লে সেন্টার ও শোরুম, পান্থপথের প্রধান কার্যালয় ও সাভারের নরসিংহপুর ফ্যাক্টরি সাজে বর্ণিল রূপে।

আয়োজনের শুরুতে এর সম্মানিত গাড়ি ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা, সকল কর্মচারী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান মা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। পাশাপাশি তিনি এই দীর্ঘ পথচলায় সহযোগিতা অব্যাহত রাখায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে কর্মরত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় আমন্ত্রিত শুভাকাঙ্ক্ষীদের মাঝে মা এন্টারপ্রাইজের সিইও স্থপতি মোহতাসিম আল রাফিদ, উপদেষ্টা ও প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডি প্রকৌশলী আবুল খায়ের, জিএম ইকবাল জুয়েল, এজিএম ফখরুদ্দিন, এইচ আর হেড আবু তাহেরসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৯৮৪ সাল হতে সুদীর্ঘ পথচলার স্মৃতিচারণ ও অভিজ্ঞতার পাশাপাশি মহসিন খান সকল কর্মচারীকে নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষতা ও যোগ্যতার বলে বলীয়ান হওয়ার আহ্বান জানান।

একমাত্র রাষ্ট্রীয় গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের বিগত বছরগুলোতে সর্বপ্রথম চীনের ল্যান্ডফোর্ড সেভেন সিটার এসইউভি সরবরাহকারী 'মা এন্টারপ্রাইজ' পরবর্তীতে বেইক অটোমোবাইলসের বিজে ফর্টি প্লাস ও বেইজিং এক্স ফিফটি ফাইভ সেকেন্ড সিরিজ, ফোডে অটোমোবাইলসের লায়ন এফ টোয়েন্টি টু ডাবল কেবিন পিক আপ ও ডংফেং ব্র্যান্ডের দেশের সর্বপ্রথম ইলেকট্রিক মাইক্রোবাস ইসি থারটি সিক্স, গ্লোরি আই অটো ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের এসইউভি আমদানি করে বাংলাদেশের অটোমোবাইল খাতে চাহিদা পূরণে সমাজের সব স্তরে মোটরগাড়ি ব্যবহারকারী এবং আগ্রহীদের মাঝে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে অবদান রেখে চলেছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর