পুঁজিবাজার
অর্থনীতি

'বিশেষ নিরীক্ষায় বেরিয়ে আসছে কোম্পানির চমকপ্রদ তথ্য'

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে অডিটের পাশাপাশি বিরতণ করা লভ্যাংশ বা ডিভিডেন্ট সঠিকভাবে বণ্টন করা হয়েছে কি-না তা খাতিয়ে দেখা হচ্ছে। বিশেষ নীরিক্ষার মাধ্যমে চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টি পারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের মাধ্যমে অর্থনীতিতে অবদান বাড়াতে বিএসইসি'র সাথে কাজ করার অঙ্গীকার করেন সিএমজেএফের নতুন নেতৃবৃন্দ। লোকবলের অভাব থাকার পরও নিয়মিত বিভিন্ন কোম্পানিগুলোতে অডিট কার্যক্রম চালানোর কথা জানান তিনি। আরও বলেন, গেল তিন দশকে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের ঘোষিত লভ্যাংশ ঠিকভাবে বিতরণ করেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। যে কোনো অনিয়ম পেলে তার বিরুদ্ধে ব্যবস্থার কথাও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমরা আপনাদের সবদিক থেকে সহযোগিতা করার চেষ্টা করি। সিএমজেএফের কাজকে কিভাবে আরও উন্নত করা যায় সেগুলোর ব্যাপারে কোন সহযোগিতার হাত বাড়াতে হলে আমরা তা চেষ্টা করবো। আপনারা অনুসন্ধানী হলে আমাদেরই লাভ।'

বিএসইসিতে সাংবাদিক প্রবেশাধিকারে বাধার বিষয়ে চেয়ারম্যান বলেন, 'অন্যান্য দেশের সিকিউরিটিজ এক্সচেঞ্জে কেউ ঢুকতে পারে কি-না দেখবেন। আপনারা যেন ভালো করতে পারেন এগুলো আমরা সব দেখছি।'

সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, 'কমিশনে প্রবেশ করে কেউ যেন তথ্য পেতে বাধা না পায়; এ বিষয়ে আমরা সহযোগিতা চাই। কেউ তথ্য দিতে না চাইলে- এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশাধিকার অবাধ করতে হবে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর