শিকড়
সংস্কৃতি ও বিনোদন
0

প্রধানমন্ত্রীকে ৩টি জিআই পণ্যের সনদ হস্তান্তর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তিনটি জিআই পণ্যের সনদ তুলে দেয়া হয়েছে। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের আগে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন- টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে প্রধানমন্ত্রীকে টাঙ্গাইল শাড়ি উপহার দেয়া হয়। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই "পিতারই প্রতিচ্ছ্ববি" বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর