অর্থনীতি
0

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

দিন যত গড়াচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ততই ক্রেতা সমাগম বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) জমজমাট হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। এদিন নারীদের পোশাক ও প্রসাধনীর দোকানে বেশি ভিড় দেখা গেছে।

পছন্দ অনুযায়ী দরদাম করে পণ্য কেনেন ক্রেতারা। চলতি আসরে মেলার মান ও বিক্রেতাদের ব্যবহার নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা। তবে পণ্যের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতারা বলেন, ‘পণ্যগুলোর দাম একটু বেশি মনে হচ্ছে। দরদামও করা যাচ্ছে না। বেশ চড়া দামেই সব পণ্য বিক্রি হচ্ছে।’

বিক্রেতারা বলছেন, পণ্য আমদানি ও মেলার দোকান ভাড়াসহ অন্যান্য খরচ বাড়ায় পণ্যের দাম বেড়েছে।

তবে দূরত্বের কারণে মেলায় দর্শনার্থী কম আসছে, আর এতে বিক্রিও কম হচ্ছে বলে জানান আয়োজকরা।