অন্য সব খেলা
এখন মাঠে
0

অলিম্পিকস ও প্যারা অলিম্পিকসের মাসকট প্রকাশ

টিনা ও মিলো, ভাই-বোনের চরিত্রে দেখা যাবে

আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো ২০২৬ অলিম্পিকস ও প্যারা অলিম্পিকসের মাসকট। অলিম্পিকের ভেন্যু ইতালির মিলানো ও কর্টিনায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় টিনা ও মিলো নামে দুই মাসকটের।

মূলত টিনো ও মিলোকে দুই ভাই বোন হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। যা ইতালির দুই শহর কর্টিনা থেকে টিনা আর মিলানো থেকে মিলো নেয়া।

টিনাকে সৃজনশীল, ডাউন-টু আর্থ ধরনের যিনি শহরে থাকতে ও কনসার্ট দেখতে ভালোবাসেন। আর মিলো একজন স্বপ্নদ্রষ্টা যে তুষারে খেলতে ভালোবাসেন সাথে বাদ্যযন্ত্রও বাজাতে পছন্দ করেন।

আগামী ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি শুরু করে ১৫ মার্চ পর্দা নামার কথা রয়েছে এ আয়োজনের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর