দেশে এখন
শিক্ষা
0

রোজায় ১৫ দিন স্কুল খোলা রাখার সিদ্ধান্ত

আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, গতবছর ১৩ ডিসেম্বর সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের জন্য প্রকাশ করা শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

নতুন প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

এ সময়ে পবিত্র রমজান মাস থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। করোনার আগে রোজার পুরো একমাস দেশের সব স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হতো। কিন্তু করোনা পরবর্তী সময়ে সে রুটিন থেকে বেরিয়ে আসে সরকার।

এর আগে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ২০২৪ সালের জন্য দেশের সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজের ছুটির তালিকাসহ পঞ্জিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৭১ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।

এসএস