দেশে এখন
0

খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য বাড়ার কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বলে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনের দিনগুলোতে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সংকট মোকাবিলায় কৃষি ও শিল্পোৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, 'নির্বাচনের আগে অনেক চক্রান্ত ছিল। এছাড়া জিয়াউর রহমানের হাতে তৈরি দল জ্বালাও পোড়াও, মানুষকে ধ্বংস করা, রেল লাইনে আগুন দেয়া ও মানুষ পুড়িয়ে মারাসহ নানা রকমের অপকর্ম করে নির্বাচন ঠেকাতে চেয়েছিল।'

তিনি আরও বলেন, 'ফসল উৎপাদন বাড়াতে হবে। বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে, অনেক টাকা দিয়ে আমাদের কিনে আনতে হয়। যারা নির্দিষ্ট আয়ের মানুষ এটা তাদের জন্য কষ্ট হচ্ছে। আমরা সবাই যদি অনাবাদী জমিগুলো চাষ করি, তাহলে আর খাদ্যের অভাব থাকবে না।'

এসএস