কাঁচাবাজার থেকে মুদি-মনিহারী, মাছ-মাংসসহ জীবনধারণের নিত্যপণ্য কিনতে এখন হিমশিম অবস্থা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে মন্ত্রীসহ নতুন সরকারের তিন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা সচিবালয়ে জরুরি সভা ডাকেন।
বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের এই বৈঠককে বাজার নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের প্রথম সমন্বয় সভা বলা হচ্ছে। যেখানে বাজার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ব্রিফ করেন। তারা জানান, এখন থেকে চালসহ কৃষি পণ্যগুলোর যৌক্তিক মূল্য প্রকাশ ও প্রচার করা হবে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, 'উৎপাদনের তারিখ এবং মিলগেটের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে হবে। ২০ তারিখের মধ্যে যৌক্তিক জাত ও মূল্য পেলে আমরা সেটা বাস্তবায়ন করবো। আর আমরা মাঠে আছি।'
বাণিজ্য প্রতিমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সফলতার খুব বেশি বিবরণ দিতে পারেননি। তবে তিনি আশা করেন, তাদের গৃহীত সিদ্ধান্তগুলোর সুফল শিগগিরই মাঠে দৃশ্যমান হবে। রমজানকে সামনে রেখে তেল, চিনি ও খেজুরের ট্যারিফ নির্ধারণ শিগগির হবে বলে জানান তিনি।
এখন থেকে তিন মন্ত্রণালয় বাজার মনিটরিং কাজ করবে বলে জানান উপস্থিত মন্ত্রীরা।





