আন্তর্জাতিক বাণিজ্য
0

যে সংকট সাপের মতো পেঁচিয়েছে যুক্তরাষ্ট্রকে

সাম্প্রতিক সময়ে চরমভাবে ঋণের জালে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ডেথ স্পাইরালে জড়িয়ে নিচের দিকে নামছে যুক্তরাষ্ট্র। সেজন্য ঋণের বোঝা শুধু বাড়ছেই। এ অবস্থায় একমাত্র অলৌকিক কোনো ঘটনাই যুক্তরাষ্ট্রকে এই সমস্যা থেকে বের করে আনতে পারবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

ব্ল্যাক সোয়ানের লেখক আর অর্থনীতিবিদ নাসিম তালেব সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 'যুক্তরাষ্ট্রকে ঋণের বোঝা সাপের মতো পেঁচিয়ে ধরেছে। যতদিন পর্যন্ত কংগ্রেস নিজেদের ঋণের পরিমাণ বাড়াতে থাকবে, এই ঋণের জাল থেকে বের হতে পারবে না দেশটি।'

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থসচিব জেনেট ইয়েলেন বলেন, 'যুক্তরাষ্ট্রের ঋণ এখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মোট ঋণ ইতিহাসে প্রথমবারের মতো ৩৪ লাখ কোটি ডলারে পৌঁছেছে। তিন সদস্যের একটি মার্কিন পরিবারের ঋণ এখন ১ লাখ ডলার। শুধু ২০২৩ সালেই এই ঋণ বেড়েছে ৪ লাখ কোটি ডলার।'

নাসিম তালেবের গবেষণা অনুযায়ী, বাজেট ঘাটতি আর ঋণের কারণে মার্কিন অর্থনীতিতে গেলো কয়েক বছর ধরেই ঝুঁকি বাড়ছে। এই অঞ্চলে সমস্যা সৃষ্টি হলে প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আর পশ্চিমা বিশ্বের পুরো রাজনৈতিক ব্যবস্থার বর্তমান চিত্র বলে, অলৌকিক ঘটনা ছাড়া এই সংকটের কোন সমাধান নেই।

এদিকে গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বাড়ানো নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ নিয়ে কংগ্রেসে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। শেষ সময় ছিল ৫ জুন, তার মধ্যে জাতীয় ঋণ নিয়ে ঐকমত্য না হলে খেলাপি হয়ে যেত যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তার আগেই সাময়িকভাবে জাতীয় ঋণসীমা স্থগিতের সিদ্ধান্ত হয়।

২০২৪ সালে ব্যয়ের জন্য বেশ কিছু বিল কংগ্রেসে অনুমোদন না হলে ওয়াশিংটনের সরকারি সংস্থাগুলো একরকম শাটডাউনের পর্যায়ে চলে যাবে। চলতি বছরই দেশটির প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচন, এই পরিস্থিতিতে ঐকমত্য হওয়াও কঠিন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর