সাধারণত আয়কর আইন অনুযায়ী নভেম্বর মাসের পর রিটার্ন জমা দিতে হলে জরিমানার বিধান রয়েছে। আর প্রতি বছরই পুরো নভেম্বর মাসজুড়ে মেলার পরিবেশে রিটার্ন জমা নেওয়া হয়। কিন্তু চলতি অর্থবছরে নভেম্বর মাসজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের প্রস্তুতির কারণে এনবিআরের আশানুরূপ রিটার্ন জমা পড়েনি। অপরদিকে ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে থেকে এনবিআরের কাছে চিঠিও পাঠানো হয় সময় বাড়াতে। সবকিছু বিবেচনায় নিয়ে ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য দুই মাস অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি সময় বাড়ানো হয়।
বুধবার (৩১ জানুয়ারি) ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য জরিমানাহীন রিটার্ন জমা দেয়ার সময় শেষ হচ্ছে। আর ব্যবসায়ীদের হাতে সময় আছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ব্যক্তি করদাতারা আজকের পর যদি রিটার্ন জমা দিতে চান, তবে করের সঙ্গে বাড়তি জরিমানাও গুণতে হবে।
এদিকে এনবিআর বলছে, দেশে বর্তমানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আছে ৯৮ লাখের বেশি। বিপরীতে ২০ জানুয়ারি পর্যন্ত সারাদেশে রিটার্ন জমা পড়েছে ৩০ লাখ ২০ হাজার। নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল ২২ লাখ ও সময় বাড়ানোর পর পরবর্তী ১ মাস ২০ দিনে ৮ লাখ ২০ হাজার রিটার্ন জমা পড়েছে।