কৃষি , গ্রামীণ কৃষি
দেশে এখন
0

শেরপুরে আলু ক্ষেতে মড়ক রোগের আক্রমণ

শেরপুরে তীব্র শীত ও কুয়াশায় আলু ক্ষেতে মড়ক রোগের আক্রমণ দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষক লিটন মিয়া এবার ৭৫ বিঘা জমিতে আলুর চাষ করেছেন। আলু-বীজ, সার, সেচ এবং শ্রমিকসহ তার খরচ হয়েছে ৫০ লাখ টাকা। কিন্তু হঠাৎ তীব্র শীত ও কুয়াশায় আলুর খেতে মড়ক রোগ দেখা দিয়েছে। এতে পচে যাচ্ছে আলুর পাতা ও কাণ্ড। ছত্রাকনাশক প্রয়োগ করেও মিলছে না তেমন ফল।

লিটন মিয়া বলেন, ‘আলু গাছ মরে যাচ্ছে। এখন আমরা কী করবো বুঝতে পারছি না।’

কৃষক লিটন মিয়ার মতো দুই বিঘা জমিতে আলুর চাষ করেছেন কৃষক মোজাম্মেল হক। তবে এজন্য তাকে বিএডিসি থেকে ৫০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে। কিন্তু আলু ক্ষেতে মড়ক রোগ হওয়ায় সেই ঋণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

তিনি বলেন, ‘মড়ক রোগে সব গাছ ও আলু নষ্ট হয়ে গেছে। লাভ তো দূরের কথা আমি ঋণের টাকাও তুলতে পারবো না।’

এ রোগের আক্রমণে আলু গাছের পাতায় হালকা থেকে গাঢ় সবুজ রঙের বৃত্তাকার দেখা যায়। ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া দীর্ঘ সময় থাকলে পাতা বাদামি বা কালো দাগে পরিণত হয়। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে নতুন নতুন গাছ সংক্রমিত হয়। আর এক সপ্তাহের মধ্যে সব গাছ মরে যায়।

এদিকে আলুর মড়ক রোগে গাছ পঁচে নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চুক্তিবদ্ধ প্রায় শতাধিক কৃষক।

শেরপুর বিএডিসি’র উপসহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি।’

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস বলেন, ‘আমরা কৃষকেদেরকে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি।’

জেলায় এ বছর ৫ হাজার ২১১ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গেল বছর এখানে উৎপাদিত ২০০ টন আলু মালয়েশিয়া, রাশিয়া ও শ্রীলঙ্কায় রপ্তানি হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর
পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও জেলবন্দিদের মুক্তিসহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা

ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের

শেরপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে চায়না, দার্জিলিং মাল্টা ও কমলার চাষ

শেরপুরে পুকুরের পানিতে ডুবে যমজ কন্যা শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলে ধান কাটার ধুম, আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের
উত্তরাঞ্চলে ধান কাটার ধুম, আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে গাছিদের

শেরপুরে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

ঝালকাঠিতে কৃষকের বাজার 'স্বস্তি' উদ্বোধন

বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে জামালপুরে কৃষকদের

হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ
হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ