অর্থনীতি
0

আগামী অর্থবছরের জন্য এনবিআরের বাজেট প্রস্তাবনা আহ্বান

আগামী (২০২৪-২০২৫) অর্থবছরের জন্য বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছে বাজেট প্রস্তাবনা পাঠানোর আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। একই সাথে প্রস্তাবের আরেকটি সফ্ট কপি ই-মেইলের ([email protected]) মাধ্যমে প্রথম সচিব (মূসক) এস. এম. সোহেল রহমানের কাছে পাঠাতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর বাজেট ঘোষণার কয়েক মাস আগেই ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন মহলের কাছ থেকে বাজেট প্রস্তাবনা গ্রহণ করে এনবিআর। প্রস্তাবে প্রত্যেকে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কমানো কিংবা সংস্কারসহ নিজেদের দাবি জানায়। যাচাই-বাছাই শেষে বাজেটের আগে মাসব্যাপী মতবিনিময় সভার আয়োজন করে এনবিআর।