বাজার , ছাড়
দেশে এখন
0

বাণিজ্য মেলায় ছাড়ের পণ্য কিনতে সাবধান!

২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর পর আজ প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ছিল উপচেপড়া ভিড়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের পণ্য কিনতে মেলায় ভিড় করেন ক্রেতা-দর্শণার্থীরা।

দর্শনার্থীরা বলেন, 'এইবারই প্রথম আসছি, ভালোই লাগছে। দেশ-বিদেশের নানান ধরনের জিনিস পত্র নিয়ে আসা হয়েছে। কিছু কেনাকাটা করলাম। এইবছরে বিদেশি স্টল বেশি আসছে এবং মানও আগের থেকে ভালো।'

মেলায় ক্রেতা টানতে দেশি-বিদেশি নানা ধরনের পণ্যে চলছে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ছাড় দেখে ক্রেতারাও ভিড় করছেন সেসব স্টলে।

তবে বাণিজ্য মেলায় ছাড়ের পণ্য নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। গায়ে দাগ, ফিনিসিং খারাপ কিংবা আঘাত পেয়ে বাঁকা। এমন হাঁড়ি-পাতিল ও হোম এপ্লাইন্স সামগ্রী বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে ৪০ শতাংশ ছাড়ে। ক্রেতাদের অভিযোগ বিক্রির সময় জানানো হচ্ছে না সমস্যার কথা। এছাড়া এসব পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ছাড়ে কতো কমলো তাও জিজ্ঞেস করে জানতে হচ্ছে দোকানির কাছে।

ক্রেতারা বলছেন পণ্যে সমস্যা আছে কিনা তা যাচাইয়ের পরই বুঝতে পারছেন তারা। কেউ না দেখে নিলেই হচ্ছেন প্রতারিত। বলেন, 'মূল্য যদি লাগানো থাকতো তাহলে ক্রেতারাও সন্তুষ্ট থাকতো। কতো শতাংশ ছাড় দিচ্ছে সেটা জানতে পারতো।'

অন্যদিকে বিক্রেতারা বলছেন, সময়ের অভাবে দেয়া যায়নি মূল্য তালিকা। তবে ক্রেতাদের জানিয়ে দেয়া হচ্ছে পণ্যের দাম।

বিক্রেতারা বলেন, 'ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণে পণ্য আনতেছি, ট্যাগ লাগানোর সময় পাচ্ছি না। তবে অনলাইন ও ডিলারদের কাছে আমাদের মূল্য তালিকা আছে।'

পোশাকে ছাড় নিয়েও রয়েছে অভিযোগ। অনেকেই বলছেন, বেশি দাম বসিয়ে ছাড় দেয়া হচ্ছে ৫০ শতাংশ। তবে বিক্রেতাদের দাবি, বিদেশি ফেব্রিক্স হওয়ায় দাম কিছুটা বেশি।

ক্রেতারা বলেন, 'দামটা একটু বেশি লাগছে। বাইরে যেটা ২৫০০ টাকা, এখানে দেখা যাচ্ছে তারা ৫০ শতাংশ ছাড় দিয়ে দিচ্ছে। কিন্তু সেটা দামে লিখা ৪৫০০ থেকে ৫০০০ টাকা।'

নানান অভিযোগের পরও সময় নিয়ে দেখেশুনেই পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের।