প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হ্যাকিংয়ের শিকার মাইক্রোসফট!

টেক জায়ান্ট মাইক্রোসফটের ওপর সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কিছু কর্মকর্তার ইমেইল ও নথি চুরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি।

শুক্রবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ১২ জানুয়ারি 'মিডনাইট ব্লিজার্ড' নামের একটি গ্রুপ হ্যাক করে মাইক্রোসফটের করপোরেট সিস্টেম।

অত্যাধুনিক মিডনাইট ব্লিজার্ড গ্রুপটি সরাসরি পরিচালনা করে রুশ সরকার।

গেল ২৩ নভেম্বর মাইক্রোসফটের সিস্টেম হ্যাক করার কাজ শুরু করে মিডনাইট ব্লিজার্ড। এতে সবচেয়ে বেশি তথ্য চুরি হয়েছে প্রতিষ্ঠানটির সাইবার সুরক্ষা ও আইনি পরামর্শ বিভাগের কর্মীদের। তবে সুরক্ষিত আছে গ্রাহকদের তথ্য।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের তথ্য ফাঁসের জন্য পরিচিত গ্রুপ 'মিডনাইট ব্লিজার্ড'।

এসএস