অর্থনীতি
0

শনিবার থেকে মতিঝিল থেকে রাতেও চলবে মেট্রোরেল

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সন্ধ্যা মেট্রোরেল চলবে। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ কথা জানিয়েছেন।

মেট্রোরেলের অগ্রগতির খবর জানাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, জানুয়ারির ২০ তারিখ থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেট্রোরেল চলবে। সকাল ৭ টা ১০ মিনিটে প্রথম ট্রেন উত্তরা থেকে ছাড়বে। আর শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে।

সংবাদ সম্মেলনে উঠে আসে, যান্ত্রিক ত্রুটি, চলাচলকারী ট্রেনগুলোর বিরতি, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে কথা। ব্যবস্থাপনা পরিচালক অভিযোগ করেন, পিক আওয়ারে যাত্রীরা শৃঙ্খলা না মানলে ট্রেনগুলোতে বিলম্ব হয়, যার প্রভাব পড়ে পুরো দিনের নেটওয়ার্কে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, শনিবার থেকে পিক আওয়ারে ৮টি এবং অফ পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে। চলাচলের সময় স্ট্যান্ডবাই থাকবে ১টি করে ট্রেন। প্রতিদিন ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করেন নগরীর মেট্রোরেলে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর