এখন পর্যন্ত বঙ্গবন্ধু টানেলে ১০ কোটি ৭২ লাখ টাকা এবং পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা ও এখন পর্যন্ত এক হাজার ২৫২ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে তৃতীয় বারের মতো সড়ক পরিবহন ও সেতু বিভাগের নতুন দায়িত্ব নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করতে আসেন সেতু ভবনে।
সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থাতেও বিদেশী অর্থ ছাড়ে আপাতত কোন সমস্যা হচ্ছে না। এসময় ২০২৪ সালের জুনের মধ্যে বিআরটি প্রকল্প এবং বছর শেষ নাগাদ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেয়ার কথাও বলেন।
নতুন সরকারের পরবর্তী ৫ বছরে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করাই চ্যালেঞ্জ বলে জানান মন্ত্রী। বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়ে শেষ করাই প্রধান লক্ষ্য।
বৈশ্বিক অর্থনীতির টালমাটাল অবস্থাতেও বৈদেশিক অর্থ ছাড়ে আপাতত কোন সমস্যা হচ্ছে না বলেও জানান মন্ত্রী। ২০২৪ সালের জুনের মধ্যে বিআরটি এবং বছরের শেষ নাগাদ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শেষ করার আশাবাদ জানান তিনি।