বিদেশে এখন
0

ইইউ থেকে বের হয়ে আর্থিক ক্ষতির মুখে ব্রিটেন

ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ব্রিটেন। গবেষণা সংস্থা কেমব্রিজ ইকোনোমেট্রিক্সের প্রতিবেদন বলছে, ইউরোপীয় ইউনিয়ন (ইউ) থেকে বেরিয়ে আসায়, ব্রিটেনের প্রায় ১৪০ বিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে। যার প্রভাব দেশটির শ্রমবাজারেও পড়েছে।

ইউরোপের ২৮টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট- ইউ। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ২০২০ সালে ৪৭ বছরের সম্পর্ক চুকিয়ে ইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসে।

কেমব্রিজ ইকোনোমেট্রিক্সের এক প্রতিবেদন বলছে, ব্রেক্সিট থেকে বেরিয়ে আসায় ব্রিটেনের অর্থনীতিতে বিশাল ক্ষতি হয়েছে। লন্ডন সিটি হলের উদ্যোগে ব্রেক্সিটের অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন লন্ডনের মেয়র সাদিক খান।

প্রতিবেদনে দাবি করা হয়, ব্রেক্সিট কার্যকরের ফলে শুধুমাত্র লন্ডনের ক্ষতির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন পাউন্ড। ব্রেক্সিট বাস্তবায়ন না হলে ব্রিটেনের অর্থনীতি চলতি হিসেবের চেয়ে ৬ শতাংশ বৃদ্ধি পেতো, সমৃদ্ধ হতো ব্রিটেনের অর্থনীতি।

লন্ডন মেয়রের দাবি, ব্রেক্সিটের ফলে দেশটির অর্থনীতি দিন দিন তলানির দিকে যাচ্ছে। এদিকে সংকট নিরসনে ইউরোপের বাকি দেশগুলোর সঙ্গে দ্রুত সম্পর্ক উন্নয়নের আহ্বান জানাচ্ছেন অর্থনীতিবিদরা।

ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশফিক উদ্দিন বলেন, ‘ব্রেক্সিট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ব্রিটেনের জন্য রাজনৈতিকভাবে ভুল ছিল। আর এটিই ব্রিটেনের অর্থনীতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় গত বছর ব্রিটেনবাসীর মাথাপিছু বাড়তি ২ হাজার পাউন্ড বেশি খরচ হয়েছে। ব্রেক্সিট পরবর্তী এই অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে যুক্তরাজ্যের সময় লাগতে পারে প্রায় ১৫ বছর।

এই সম্পর্কিত অন্যান্য খবর