বিদেশে এখন
0

ভারতে মালদ্বীপ ভ্রমণ বাতিলের হিড়িক

দ্বীপরাষ্ট্রের পর্যটন খাতে বড় লোকসানের শঙ্কা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভ্রমণ পোস্টে মালদ্বীপের নেতা-মন্ত্রীদের বিরূপ মন্তব্যের জেরে কঠোর অবস্থানে ভারতীয়রা। দেশটিতে এরইমধ্যে মালদ্বীপ ভ্রমণ বাতিলের হিড়িক পড়েছে।

চলতি বছরের প্রথম সপ্তাহে ভারতের লাক্ষাদ্বীপ ভ্রমণ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি দ্বীপটিতে ভ্রমণের জন্য দেশি-বিদেশি পর্যটকদের আহ্বান জানান ভারতের সরকারপ্রধান।

অনেকের মনে হতে পারে ছুটি কাটানোর জন্য প্রতিবেশি মালদ্বীপের চেয়ে ভালো গন্তব্য হতে পারে ৩৬টি দ্বীপের এই দ্বীপপুঞ্জ। এমন ভাবনা থেকে রওশন সিনহা নামের এক ভারতীয় নরেন্দ্র মোদির সেই পোস্ট শেয়ার করে মালদ্বীপের সমালোচনাও করেছেন।

বিপরীতে নরেন্দ্র মোদিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন মালদ্বীপের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রী। এতে করে দুই দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব ঘনীভূত হওয়ার শঙ্কায় তিন মন্ত্রীকে বরখাস্ত করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে মালদ্বীপ সরকার।

এমন পদক্ষেপের পরও মালদ্বীপের পর্যটন খাত হুমকিতে পড়েছে। কারণ হাজার হাজার ভারতীয় পর্যটক মালদ্বীপ ভ্রমণ বাতিল করছেন। এর পরিবর্তে লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়ার বুকিং দিচ্ছেন অনেক ভারতীয়। রীতিমতো দেশটিতে মালদ্বীপ বয়কটের হিড়িক পড়েছে, দুই দিনেই বুকিং কমেছে ৪০ শতাংশ।

এতে করে মালদ্বীপের পর্যটন সংশ্লিষ্ট রাজস্ব খাতে ভাটার টান লেগেছে। কারণ ২০২৩ সালের পরিসংখ্যান বলছে দেশটিতে যাওয়া ১০ জন ভ্রমণপিপাসুর মধ্যে একজন ভারতীয়।

ভারতীয়রা মালদ্বীপ ভ্রমণ না করলে চলতি বছর দেশটির পর্যটন খাত কতটা ক্ষতিগ্রস্ত হবে তার হিসাব এখনই পাওয়া কঠিন। তবে ধারণা করা হচ্ছে গত বছর যেহেতু ভারতীয়রা মালদ্বীপে গিয়ে ৩৮ কোটি ডলার খরচ করেছেন, তা এবার অনেকটা কমে আসবে।