বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পুলিশের বেতন কমানোর বিষয় নিয়ে এ ধর্মঘট শুরু হয়। এরপরই শত-শত লোক রাস্তায় নেমে আসে এবং গাড়িতে আগুন দেয়া থেকে শুরু করে দোকান ও সুপারমার্কেট লুট করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগে ১৫ জন নিহত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক সংবাদ সম্মেলনে বলেন, 'রাজধানীতে উত্তেজনা কমে গেছে। শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'