এবারের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও সেখানে আপত্তি তোলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে এবারো এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স।
সন্ত্রাস দমনের নামে ফিলিস্তিনে নির্বিচারে বোমা আর বুলেটে ঝাঝড়া হচ্ছে সাধারণ মানুষের শরীর। যেখানে সব থেকে বেশি অসহায় শিশু ও নারীরা। তাদের জীবনেরও মূল্য আছে এমন প্রতিবাদ করতে গিয়েও করতে পারেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। অজি ব্যাটসম্যানের প্রতিবাদে বাঁধা দেয় আইসিসি। তবে থেমে থাকেননি উজি।
এবার বক্সিং ডে টেস্টে নিজের ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক হিসেবে ঘুঘু পাখি এবং 01: UDHF' লেখা স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন এই অজি ওপেনার। সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তারা সমান। 01: UDHF' এই সংকেতটি আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে।
তবে আগেরবারের মতো এবারো তার এই প্রতিবাদের ভাষাকে সমর্থন দেয়নি আইসিসি। যদিও খাজা অনুমতি পেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
উসমানের পাশে এবারো দাড়িয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বরং আইসিসির এমন সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছেন তিনি। কামিন্স মনে করেন খাজা ফিলিস্তিনের প্রতি যে সমর্থন জানাতে পদ্ধতির অবলম্বন করতে চান সেটা মার্নাস ল্যাবুশেনের ব্যাটের ঈগলের স্টিকার লাগিয়ে খেলা ভিন্ন কিছু নয়।
যেখানে অস্ট্রেলিয়া থেকে শুরু করে অধিকাংশ ক্রিকেটারই ব্যাটের উপর স্পন্সরের স্টিকার ব্যবহার করেন সেখানে ধর্মীয় বিশ্বাস থেকেই ল্যাবশেনে ব্যাটের বিপরীত দিকে ঈগলের স্টিকার লাগিয়ে রাখেন। যেখান আইসিসি কখনোই কোন দিন বাধা দেয়নি।