সপ্তাহ দেড়েকের ব্যবধানে সেই রুটে ফিরতে যাচ্ছে সংস্থাটি। এদিকে লোহিত সাগরে মার্কিন জোটে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন।
বাণিজ্যিক জাহাজে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে কার্যক্রম স্থগিত করেছিল গ্লোবাল শিপিং জায়ান্ট মায়েরস্ক। রোববার এক ঘোষণায় ডেনিশ কোম্পানিটি জানায়, যুক্তরাষ্ট্র আশ্বস্ত করায় আবারও এই রুটে কন্টেইনারবাহী জাহাজ পরিচালনা চলাচল শুরু করবে মায়েরস্ক।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নিরাপত্তা অভিযান পুরো শিপিং শিল্পের জন্য সুখবর ও এটি বিশ্ব বাণিজ্যের জন্য কার্যকরী সিদ্ধান্ত। বহুজাতিক এ নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে।
জ্বালানি তেল জায়ান্ট বিপিসহ বিশ্বের বড় কিছু কোম্পানি সম্প্রতি লোহিত সাগরে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। যার কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে সুয়েজ খাল এড়িয়ে যেতে হচ্ছে। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা ও হাজার হাজার ফিলিস্তিনি হত্যার প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চলছে, এমনটা জানিয়েছে হুতিরা।
বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ও কনটেইনার বাণিজ্যের ৩০ শতাংশ লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী জলপথ দিয়ে হয়। শিপিং লাইনগুলোর মধ্যে মায়েরস্ক প্রথমে লোহিত সাগর থেকে জাহাজ সরিয়ে নিয়েছিল। এরপর বিকল্প দীর্ঘ রুটে পণ্য পরিবহনের জন্য নতুন চার্জ চালু করে।
সর্বশেষ পরিস্থিতিতে লোহিত সাগর থেকে জাহাজ সরিয়ে নেয়া সংস্থার তালিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম শিপিং গ্রুপ মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি । আরও আছে ফরাসি কোম্পানি সিএমএ সিজিএম ও জার্মান সংস্থা হ্যাপাগ-লয়েড।