দোহায় আবু হামুর বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলা বসেছে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলার শেষদিন আজ শনিবার (১৬ ডিসেম্বর)। মেলার উদ্বোধন করেন কাতার সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বিজয়ের মাসে এ আয়োজন সত্যিই মহৎ উদ্যোগ। একইসঙ্গে মেলার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরার সুযোগ রয়েছে।’
রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'কাতারে অনেক প্রবাসী বাংলাদেশি আসেন। আমি আশা করছি, সবাই পরিবারসহ এ মেলায় আসবেন।'
মেলায় শাড়ি, জুতা, ব্যাগ, গহনা, বাচ্চাদের পোশাক, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রী ও খাবারের স্টলসহ নানা ধরনের দোকান রয়েছে। ভালো বেচাকেনার পাশাপাশি লাভের আশা করছেন প্রবাসী উদ্যোক্তারা।
এছাড়াও ব্যতিক্রমী স্টল সাজিয়ে বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচন উপলক্ষে নৌকার প্রচারণা চালাচ্ছেন দলটির নেতারা।