এসময় মেয়র তাপস বলেন, 'আমাদের এই স্থাপনাগুলো ২০০৮ সাল হতে র্যাব কর্তৃক দখল অবস্থায় ছিল। আমরা এটাকে প্রথমে দখলমুক্ত করি। তারপরে সংস্কার করে আজ আমরা এটাকে আঞ্চলিক কার্যালয় হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করতে পারলাম। ফলে দীর্ঘ ৬ বছরের অধিক সময়ে জনগণ, কাউন্সিলর ও কর্মকর্তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরেও আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে নিষ্ঠার সাথে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছ।'
মেয়র আরো বলেন, 'এই আঞ্চলিক কার্যালয়গুলো চালু হওয়ায় জনগণের আর ভোগান্তিতে থাকবে না। আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম -- সুশাসন নিশ্চিত করব, (প্রশাসনিক) সংস্কার করব এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিব। তার একটি নজির আমরা আজকে স্থাপন করতে পারলাম।'
ধলপুরে সিটি করপোরেশনের মালিকানাধীন ভবনগুলো এতদিন ব্যবহার করে আসছিল র্যাব-১০। এ বছরের ৪ জুন র্যাব-১০ ভবনগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়। এরপর সেসব ভবন সংস্কার করে দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের জন্য আজ ৫টি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হলো।
২০১৭ সালের ৩০ জুলাই ১৮টি নতুন ওয়ার্ডকে ৫টি অঞ্চলে বিভক্ত করে নতুন ৫টি অঞ্চল সৃষ্টি করা হয়। ফলে পুরনো ৫টিসহ দক্ষিণ সিটিতে মোট অঞ্চলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। নতুন অঞ্চলগুলোর সেবা এতদিন ধরে পুরোনো ৫টি আঞ্চলিক কার্যালয় থেকে দেওয়া হচ্ছিল।