বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতের পর আজ সোমবার (২৭ নভেম্বর) নিজ বাসার সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এসময় পাপন বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আর একটা বছর আছে। যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।
তামিম প্রসঙ্গে বোর্ডের সভাপতি বলেন, একজন একটা কথা বলবে আর সেটা শুনে একটা সিদ্ধান্ত নিবো এটার মধ্যে আমি নাই। আগে যেমন আমি সব জানতাম, এখন অনেক কিছু জানি না। এবং এটা তামিমও স্বীকার করেছে। আমি তামিমকে বলেছি, শুধু তোমার সঙ্গে কথা বললেই হবে না, আমি আগে সব জেনে নেই। তারপরে যা যা সিদ্ধান্ত নেয়ার আমি নেবো। এতে কেউ কিছু মনে করলো বা না করলো তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা করার, সেটা যদি কঠিনও হয় আমি তা করবো।
বিসিবি সভাপতি আরও বলেন, তামিম ২/৩ দিন আগে থেকেই বলেছিলো, সে আমার কাছে আসবে। আসলে আজকে যে তামিম সবকিছু বলে গেছে তা নয়। আমি তামিমকে বলেছি, তোমাদের সঙ্গে আমি আগের মত এখন আর নেই। অনেককে দায়িত্ব দিয়েছি, তারা তাদের কাজ করছে। কোন সমস্যা হলে তারা আমাকে জানাবে। তারপরও তামিম আমাকে কিছু কথা বলেছে, কিন্তু সে এমন সময় বলেছে যে এখন আমার হাতে একদমই সময় নেই। আর একমাস পরে আমার নির্বাচন, আমি এলাকাতেই বেশি সময় থাকি। তবে আমি নির্বাচন শেষ করে এসেই যে সমস্যার সমাধান করবো তা কিন্তু নয়। আমি এসে আগের মত সবকিছুর খোঁজ নিয়ে জেনে তারপর সিদ্ধান্ত নিবো।