আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটিতে এ প্রদর্শনী শুরু হয়।
সপ্তমবারের মতো আধুনিক মেশিন প্রদর্শনী ঘুরে দেখা যায়, সিএনসি রাউটার মেশিন। হাতের স্পর্শ ছাড়াই সুন্দর কারুকাজে সেরে ফেলছে ডিজাইন। ধাতব বস্তুর ওপর এর মাধ্যমে যেমন, যে কোন নকশা করা যায় সহজেই। তেমনি কাঠের ওপরও হয় নান্দনিক ডিজাইন।
দেশীয় নির্মাণখাতের ব্যবসায়ী ও ডিজাইনাররা যেমন এখানে এসে জানতে পারছেন নতুন মেশিনারিজ সম্পর্কে জানতে পারছেন, তেমিন প্রদর্শনী উপলক্ষে পাচ্ছেন নানা ছাড়ও।
পার্টিকেল বোর্ড নিয়ে মানুষের মধ্যে যেমন আগ্রহ আছে তেমনি এর উপকরণ সম্পর্কে জানা যাচ্ছে প্রদর্শনী থেকে। সঙ্গে আন্তর্জাতিক মানের গ্লাস ফিটিংস ও পরিবেশবান্ধব ইট সম্পর্কেও মিলছে হালনাগাদ তথ্য ও প্রযুব্তিগত ধারণা। এছাড়া ঘর সাজানোর নানা আধুনিক উপকরণ সম্পর্কেও জানা যাচ্ছে প্রদর্শনীতে।
বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, তুরস্কসহ বেশ কিছু দেশের দেড়শ স্টল বসেছে এ প্রদর্শনীতে। আগামী শনিবার পর্দা নামবে এ প্রদর্শনীর।