দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য নৌকার কাণ্ডারি চূড়ান্ত করতে প্রথম বৈঠকে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের এ বৈঠকের সভাপতি দলীয় প্রধান শেখ হাসিনা।
বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করবে না আওয়ামী লীগ, স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
এ সম্পর্কে তিনি আরও জানান, নির্বাচন কমিশন একসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপর নির্ভরশীল ছিল। আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাধীন করেছে। এখন নির্বাচন কমিশন স্বাধীনভাবে সবকিছু পরিচালনা করতে পারে।
যারা নির্বাচনে আসার ঘোষণা দিয়েছে তাদের ধন্যবাদ দিয়ে সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ধারায় আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সুস্থ রাজনীতির সময় জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ছিল। কিন্তু আবার সহিংসতায় জড়িয়ে পরে সেই পুরনো রূপে ফিরে যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি।
কয়েকটি বিভাগে কারা পাবে নৌকার টিকিট তা চূড়ান্ত হতে পারে বিকেলের মধ্যেই। এবার ৩০০ সংসদীয় আসনের ৩ হাজার ৩৬২টি ফরম সংগ্রহ করেছেন দলটির মনোনয়নপ্রত্যাশীরা।





